detail blogs

a

কানের ব্যথা হওয়ার কারণ, কানের পর্দা ফাটার হওয়ার লক্ষন ও পর্দা ছিদ্র হলে কি কি করণীয়

 কান বা কর্ণ প্রানীদেহের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি প্রাণিদেহের শ্রবণ অঙ্গ। এর সাহায্যে মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী বহিরাগত শব্দ শুনতে পায়। অনেক মানুষ আছে যারা এই গুরুত্বপূর্ণ অঙ্গকে অবহেলা করে, তা ঠিক নয়। কারণ কানকে অবহেলা করলে কানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যা আপনার জন্য ক্ষতিকর। তাই কানকে অবহেলা করা উচিত নয়। মানুষের কান একটি সুক্ষ্ম  স্থান এবং অতি গুরুত্বপূর্ণ স্থান। সামান্য একটু অসচেতনতার কারনে হয়ে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।  আমরা অনেক সময় কানের ব্যথায় ভুগি।কানে ব্যথা শুধু যে আঘাতের ফলেই হতে পারে তা কিন্তু।  পারিপার্শ্বিক বিভিন্ন কারণেই আচমকা কানের ব্যথা হতে পারে। যেমন-

* কটন বাড বা যে কোনো কিছু দিয়ে কান খোঁচালে। 

* কানে মধ্যে কিছু প্রবেশ করলে এবং তা বের করার চেষ্টা করলে। 

* যে কোনো দুর্ঘটনা বা আঘাতে কান কোনো সমস্যা  হলে। 

* থাপ্পড় মারা, বোমা বিস্ফোরণ, অতি উচ্চ শব্দের শব্দ ইত্যাদি কারণে ব্যথা সৃষ্টি হতে পারে। 

* পানিতে সাঁতার কাটার সময় হঠাৎ কানে পানি  প্রবেশ করে দীর্ঘদিন তা থাকলে কানে ব্যথার সৃষ্টি হতে পারে। 

* কানের যে কোনো অপারেশনের সময়ও কানের কোনো সমস্যা হলে পরবর্তীতে ব্যথার সৃষ্টি হতে পারে

* নাক চেপে কানে বাতাস দিয়ে চাপ দিলেও ব্যথার সৃষ্টি হতে পারে।

* সাধারণত চিকিৎসকের কাছে পরীক্ষা না করানো পর্যন্ত সঠিকভাবে বলা যায় না যে কি কারণে ব্যথার সৃষ্টি হয়েছে।
কানের পর্দা ফাটলে নিচের উপসর্গগুলো দেখা দেয়-

* কানে প্রচুর  ব্যথা হবে।

* কান থেকে পরিষ্কার বা রক্ত মিশ্রিত পানি বের হবে

* কানে কম শোনা।

* কানে শোঁ শোঁ বা মেশিন চলার মতো শব্দ।

* মাথা ঘোরানো।

কানের পর্দা ছিদ্র হলে করণীয়   

* প্রথমত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আক্রান্ত কানে কোনো ভাবেই পানি ঢুকতে দেয়া যাবে না। 

* কান খোচানো যাবে না এতে কানের আর বেশি রকমের সমস্যা দেখা দিতে পারে।

* কানে জমাট রক্ত থাকলে সেগুলোও নাড়াচাড়া করা যাবে না। 

* চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছুই কানে প্রবেশ করানো যাবে না এমনকি কোনো ড্রপও না।

এ ধরনের সমস্যার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিজ থেকে কিছু করতে যাবেন না। তাতে আরো বেশি ক্ষতি হতে পারে।

আর আপনাদের পাশে Seba Doctor আছে আপনাদের সকল ধরনের সেবা দিতে। আপনাদের নিকটবর্তি আপনার প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তারের সকল ধরনের তথ্য দিয়ে আপনাদের সাথে আছে Seba Doctor । 

চোখ রাখুন Seba Doctor এ।
আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তার এর সাথে যোগাযোগ করুন সহজেই।


আপনার সুস্থতাই আমাদের সফলতা